বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ : পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
শুক্রবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউমডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংবর্ধনার আয়োজন করে তারাব পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা। সঞ্চালনা করেন রূপগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও তাবিবুল কাদির তমাল।
গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার প্রমুখ।
পরে মেয়র হাসিনা গাজীকে তারাব পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেয়র হাসিনা গাজীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকার ফলে রূপগঞ্জ আজ উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জের তারাব পৌরসভাসহ ও ৭টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএসআর