মুন্সিগঞ্জ প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিকদের মিলনমেলা

দেশ বরেণ্য সাংবাদিকদের সঙ্গে মুন্সিগঞ্জ প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রাণবন্ত সভা সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়া, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, বিএফইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা। প্রবীণ সাংবাদিক আলি আকবর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন।
ব ম শামীম/এমএসআর