ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মর্যাদা পেতে সংবাদ সম্মেলন

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

১০ নভেম্বর ২০২২, ০৪:৪০ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মর্যাদা পেতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিল্পী আক্তার সাজু (২৯) নামে এক নারী। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

শিল্পী আক্তার ঢাকার কলাবাগানের বাসিন্দা মোস্তফা রহমানের মেয়ে। তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী বলে দাবি করেন।

সংবাদ সম্মলনে তিনি জানান, ২০২০ সালের আগস্টে আব্দুল সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি তার বাবার বাড়িতে থাকছেন। সাত্তার নানা প্রলোভনে তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া বিয়ের কিছুদিন পর থেকে শিল্পীর ভরণপোষণ বন্ধ করে দেয় সাত্তার।

শিল্পী আরও জানান, এ বিষয়ে একাধিকবার স্থানীয় সংসদ সদস্যসহ অনেকের দারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। উল্টো সাত্তার তাকে মারধর ও খুন করার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিনি গত ৪ নভেম্বর নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি এবং আদালতে মামলা করেন। পরে তিনি জানতে পারেন সাত্তার তাকে বিয়ে করার আগে আরও তিনটি বিয়ে করেছেন। এখন তিনি স্ত্রীর মর্যাদা পেতে সবার সহযোগিতা কামনা করেন।

বাহাদুর আলম/এমজেইউ

 

Link copied