আন্দোলন গতিশীল করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই : নোমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এই সরকারের পতনের জন্য আন্দোলন চলমান রাখতে হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব। এই দেশের সংগ্রামী জনতা দেখিয়ে দিয়েছে কীভাবে জনগণের সম্পৃক্ততায় একটি সফল সমাবেশ সম্পন্ন করতে হয়। খুলনা, চট্টগ্রাম, রংপুর ও ফরিদপুর তার প্রমাণ। এখানে আমাদের কৃতিত্বের চেয়ে জনগণের কৃতিত্ব অনেক বেশি। জনগণ সম্পৃক্ত হয়েছে বলেই সরকারের লাঠি-শোটা ও বন্দুক-গুলি কাজে আসেনি। বিএনপির আন্দলনে জনগণের সম্পৃক্ততা বাড়ছে, এটি চলমান থাকলেই সরকারের পতন নিশ্চিত।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় ঢাকা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, পত্র-পত্রিকায় এসেছে, আইএমএফের মত প্রতিষ্ঠান বলেছে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ কম। অর্থাৎ একটি দেশে যে পরিমাণ রিজার্ভের প্রয়োজন তা আমাদের নেই। পর্যাপ্ত রিজার্ভ ছাড়া আমাদের দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এই দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলে দেশের ৯৫ শতাংশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে চলমান এই আন্দোলন গতিশীল করা ছাড়া আমাদের আর বিকল্প নেই। বিএনপি এই দেশের জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছে। রাস্তা ছাড়া যদি কেউ আপসের কোনো পথ দেখিয়ে থাকে তবে তারা সরকারের পক্ষে ওকালতি করছে। তারা সরকারের পরাজয় চায় না।
তিনি বলেন, এই সরকার আর টিকতে পারবে না, এই সরকারের ভিত্তি নেই। এদের নৈতিক ভিত্তি নেই, গণতান্ত্রিক ভিত্তি নেই। তারা আজ দেশকে শাসন ও শোষণ করছে। এই দেশকে একটি খাড়ার রাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে নেমেছে। আমাদেরকে চলমান আন্দোলনের গতি আরও বাড়াতে হবে। মনে রাখবেন মানুষ ইচ্ছা করে রক্ত দেয় না, ইচ্ছা করে শহীদ হয় না। কিন্ত ঘটনা প্রবাহ সেই দিকে নিয়ে যায়। বিএনপির নেতা-কর্মীর রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। রাজপথের সেই লাল রঙ থেকেইে ফুটন্ত লাল গোলাপ বেড়িয়ে আসবে। সেদিন খুব দূরে নয়, এই সরকার আর টিকে থাকতে পারবে না। এই সরকারের পতন হবে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব।
আসন্ন ঢাকা বিভাগীয় সমাবেশে সকলে একসাথে যাব, যদি বাধা আসে তবে পতিহত করা হবে। তারা যে ভাষায় কথা বলবে, আমরা তাদেরকে সে ভাষায় উত্তর দেব। জনগণ তার সাংবিধানিক অধিকার চায়। জনগণ তার সাংবিধানিক অধিকার চায়, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন গতিশীল করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়যক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজি মুনরূজ্জামান মনির, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আবির শিকদার/আরকে