নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ও নাজিরপুর উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপি।
শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন।
এ সময় দলের জেলা শাখার সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য শেখ শহিদুল্লাহ শহি, মির্জা জহিরুল হক, এ কে এম সাখাওয়াত হোসেন, নাদির খান রাজু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এভাবে দিন চলতে পারে না।
আবীর হাসান/এমএ