কক্সবাজারে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কক্সবাজার শহরের কলাতলীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ।
নিহতের নাম অ্যাডভোকেট ওসমান গনি। তিনি শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা।
এর আগে, শনিবার (৬ মার্চ) রাত ১১টার দিকে কলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হল। নিহত অন্য দুইজন হলেন, কলাতলীর চন্দ্রিমা এলাকার মৃত লাছমিয়ার স্ত্রী মহুনা বেগম (৬৫) ও ঢাকার উত্তরার বাসিন্দা শাহাদাত হোসেন।
নিহত মহুনা বেগমের ছেলে আনোয়ার হোসেন বলেন, আমার মায়ের সঙ্গে আমিও ছিলাম। পেছন থেকে ট্রাকের ধাক্কায় আমি অটোরিকশা থেকে ছিটকে পড়ি। মা চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ। এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
মুহিববুল্লাহ মুহিব/এসপি