নামাজ শেষে ক্যাম্পে ফেরা হলো না পুলিশ সদস্যের

সাভারের আশুলিয়ায় নামাজ শেষে কাজে ফেরার সময় বাসচাপায় মো. মোনায়েম হোসেন নামে শিল্প পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোনায়েম সিরাজগঞ্জের কাজীপুর থানার চকপাড়া এলাকার মৃত শমশের আলীর ছেলে। তিনি শিল্প পুলিশ-১ এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোনায়েম নরসিংহপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ভোরে নামাজ শেষে ক্যাম্পে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পেছন থেকে আরেকটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় বাস, পিকআপ কিংবা এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাভার্ডভ্যান ও বাসটি শনাক্তসহ চালকদের আটকের চেষ্টা চলছে।
মাহিদুল মাহিদ/এসপি