মেহেরপুরে তুলার গুদামে আগুন

মেহেরপুরের গাংনীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বামুন্দী ফায়ার সার্ভিসের সাব অফিসার মহিউদ্দিন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে মেহেরপুর এবং বামন্দী থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
মোস্তাফিজুর রহমান/এসপি