বিএনপির সমাবেশস্থলে স্ত্রীকে নিয়ে খাবার খেলেন বহিষ্কৃত সাক্কু

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে এক সপ্তাহ ধরে জোর প্রচারণা চালাচ্ছেন বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সমাবেশের চার দিন আগেই সমাবেশস্থলে বসে স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশস্থলে স্ত্রী আফরোজা জেসমিন টিকলিকে নিয়ে দুপুরের খাবার খান জেলা বিএনপির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে মনিরুল হক সাক্কু ঢাকা পোস্টকে বলেন, আমি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছিলাম। জনগণের চাপে আমাকে নির্বাচনে অংশ নিতে হয়েছে। আমার নেতা তারেক রহমানের কাছে পুরো বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। ২৬ নভেম্বর সমাবেশের আগে বা তারপরে হলেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।

তিনি বলেন, আমার জন্ম বিএনপি পরিবারে। আমার বাবা এমএলএ ছিলেন, ভাই ৫ বারের এমপি ছিলেন। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপি আমার অস্তিত্বে মিশে আছে। দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের সঙ্গে আছি সব সময়। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সমাবেশে আমার অনুসারী নেতাকর্মীদের নিয়ে সমাবেশে হাজির হবো। সমাবেশকে সফল করতে যা যা করা দরকার সব করে যাব। ইতোমধ্যেই সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের জন্য ৭৮টি ফ্ল্যাট প্রস্তুত করেছি। তাদের খাওয়া-দাওয়ারও আয়োজন থাকবে আমার পক্ষ থেকে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন ঢাকা পোস্টকে বলেন, বহিষ্কৃত কেউ দলের জন্য কাজ করলে সেটা তার ব্যক্তিগত বিষয়। দল থেকে সাক্কুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জুন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন মনিরুল হক সাক্কু। ২২ মে কেন্দ্রীয় বিএনপি থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের সঙ্গে লড়ে হেরে যান সাক্কু।
আরিফ আজগর/আরএআর