ভৈরবে জুতার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

কিশোরগঞ্জের ভৈরবে জুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে হাজী মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। মার্কেটের তৃতীয় তলায় জুতা ও প্লাস্টিকের দোকান রয়েছে।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। মার্কেটের তৃতীয় তলায় জুতা ও প্লাস্টিকের দোকান রয়েছে। দুই ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভৈরব পৌর এলাকার ‘ল’ মার্কেট সাপ্তাহিক বন্ধের দিন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের বিপরীত পাশে হাজী মার্কেটের তৃতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখতে পান পথচারীরা। দ্রুত সেই ধোঁয়া থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে মার্কেটের দোকানগুলোতে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস, বন্দর ফায়ার সার্ভিস, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এসকে রাসেল/আরএআর