গৃহবধূকে কুপিয়ে হত্যা, রংপুর থেকে যুবক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূ নূর নাহার পান্নাকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় এমদাদ খান বাবুল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়।
আটক এমদাদ খান বাবুল রংপুরের বদরগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মৌলভী মোখলেছের বাড়ির আবুল কালামের ছেলে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামিম কবির ও কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সরোজ রতন আচার্যের নেতৃত্বে পুলিশ সোমবার দিবাগত রাত ২টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে তাকে আটক করে।
ওসি আরও বলেন, আটক এমদাদ খান বাবুলকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের একটি পুকুর থেকে নূর নাহার পান্নার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা জাফর উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
এসপি