অভিনব সাজে সমাবেশ স্থলে শ্রমিক দল নেতা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থলের পাশেই ঈদগাহ মাঠ। মাঠের পাশের রাস্তায় হাঁটতে গিয়ে দেখা মিলল অদ্ভুত এক যুবকের। দেখলে মনে হবে এ যেন এক পাকা ধানের ক্ষেত। যুবকের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত জড়ানো পাকা ধানের গোছা। তার এক হাতে রয়েছে এক গোছা ধান আর অন্য হাতে শোভা পেয়েছে রাংলাদেশের পতাকা। এছাড়াও তার মাথার উপরেও আছে একটি পতাকা। সবাই ইচ্ছে মতো ছবিও তুলছে তার সাথে।
বলছিলাম নাটোর থেকে আসা আনিসুর রহমানের কথা। তিনি নাটোর জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক। বিএনপির ধানের শীষ প্রতীককে সবার সামনে তুলে ধরতে এভাবে সেজেছেন বলে জানান তিনি।
আনিসুর রহমান বলেন, সরকারের কারণে সাধারণ জনগণ খুব কষ্টে আছে। সেজন্য এত বাধা পেরিয়ে সমাবেশে এসেছি। মানুষ যাতে আসতে না পারে সেজন্য বাস বন্ধ করে দিয়ে দুর্ভোগ তৈরি করেছে। এই সরকারের গুম, খুন ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের অবস্থান। এই সমাবেশে গণজোয়ারের মাধ্যমে তারেক জিয়ার হাত ধরে গণতন্ত্র ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের প্রত্যেক বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট ও কুমিল্লার পরে শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করতে যাচ্ছে দলটি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুবায়ের জিসান/কেএ