রাতে শাহজাদপুর থেকে রওনা দিয়ে সকালে রাজশাহীতে

আজ শনিবার (০৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। পরিবহন ধর্মঘট থাকায় ভ্যান গাড়িতে করে সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীদের আসতে দেখা গেছে।
রাজশাহীর শহীদ মিনার এলাকার পাশের সড়কে বিএনপির কর্মীদের সঙ্গে দেখা যায়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে তারা পাবনার শাহজাদপুর থেকে রওনা দিয়েছেন। রাত ১২টার দিকে বাঘায় আসলে তাদের তিনটি সিএনজি আটকে দেয় পুলিশ। কোনো উপায় না পেয়ে অবশেষে ভ্যান গাড়িতে রওনা দিয়েছেন তারা।
বিএনপিকর্মী জুলমত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের এক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সেখানে আমাদের তিনটি সিএনজি পুলিশ আটকে রেখেছে। আমরা অনেকটা পথ হাঁটার পর ভ্যান পাই। প্রতিজন দেড়শ টাকার করে সমাবেশস্থলে রওনা দেই। আমরা মোট ৩০ জন শাহজাদপুর থেকে রওনা দেই। অবশেষে অনেক কষ্টে পৌঁছালাম।
প্রসঙ্গত, আজ শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ সফল করতে বুধবার রাত এবং বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী রাজশাহীতে অবস্থান করছেন।
এসপি