সমাবেশে বিএনপির বিভাগীয় নেতাদের বক্তব্য চলছে

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে সকাল সাড়ে ৯টার দিকে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠে) চলমান এই সমাবেশে এখনও কেন্দ্রীয় নেতারা মঞ্চে এসে উপস্থিত হননি। অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জেলা, মহানগর, বিএনপির নেতারা।
মাদরাসা মাঠে দলে দলে নেতাকর্মীরা আসছেন। থেমে থেমে স্লোগান দিচ্ছেন অনেকে, মাঠজুড়ে ব্যানার- ফেস্টুন হাতে নেতাকর্মীদের দেখা যাচ্ছে।
ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
বক্তব্যে নেতারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরকে