সুনামগঞ্জে জাতীয় পতাকা, বই বিতরণ

সুনামগঞ্জের ২৭০ কওমি ও আলিয়া মাদ্রাসায় স্ট্যান্ডসহ জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার সংশ্লিষ্টদের হাতে এ সব তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালে প্রধান অতিথির হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
ভার্চুয়ালে বক্তব্য দেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সচিব আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বশির প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২৭০ মাদ্রাসায় স্ট্যান্ডসহ জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রদান করা হয়। মাদ্রাসায় সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মাদ্রাসার সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে বলেন, ৬৪ জেলার মধ্যে সুনামগঞ্জ প্রথম প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে পেরেছে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্ট্যান্ডসহ জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ করা হচ্ছে। আপনারা প্রতিষ্ঠানে এগুলো যথাযোগ্য সম্মানের সহিত উত্তোলণ ও বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করবেন।
এমএসআর