জনসাধারণের জন্য গাইবান্ধা পুলিশ সুপারের দরজা সবসময় খোলা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, গাইবান্ধা  

১১ ডিসেম্বর ২০২২, ০৪:২৩ পিএম


জনসাধারণের জন্য গাইবান্ধা পুলিশ সুপারের দরজা সবসময় খোলা

পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

গাইবান্ধায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার কামাল হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ কার্যালয়ে জেলার প্রিন্ট, ইলেট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সকল সংবাদ কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার। এ সময় তিনি জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সঙ্গে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

পুলিশ সুপার কামাল হোসেন বলেন, সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার পায় সে জন্য আমার দরজা সবসময় তাদের জন্য খোলা থাকবে। পাশাপাশি কষ্ট করে কোনো ভুক্তভোগী কিংবা সেবা প্রত্যাশীকে এসপি অফিসে আসতে হবে না। প্রত্যেক উপজেলায় সপ্তাহে একদিন করে গণশুনানির ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা ছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষ থেকেও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রিপন আকন্দ/আরকে 

Link copied