প্রবাসীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো দুই মাদক ব্যবসায়ী

লক্ষ্মীপুরে মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলা চালিয়ে মো. লিটন নামে এক প্রবাসীকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সোহেল হোসেন ও তার বড় ভাই মানিক হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী লিটন।
লিটন মহাদেবপুর গ্রামের ফজল করিমের ছেলে ও ওমান প্রবাসী। অভিযুক্ত সোহাল ও মানিক একই এলাকার আহছান উল্যার ছেলে। উভয়পক্ষ প্রতিবেশী।
ভুক্তভাগী লিটনের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিক ও সোহেল তার প্রতিবেশী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। প্রতিবেশী হওয়ায় স্থানীয়রা তাকে বিভিন্ন কথা শোনাতো। এতে বিভিন্ন সময় মানিক ও সোহেলকে মাদকদ্রব্য বিক্রি থেকে সরে আসতে বলেন তিনি। কিন্তু তারা মাদকদ্রব্য বিক্রি ছাড়েনি। ঘটনার আগ মুহুূর্তেও তাদেরকে মাদক ব্যবসা ছেড়ে দিতে বলেন তিনি। এতে মানিক ও সোহেল তার ওপর হামলা করে। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে আহত করা হয়। এসময় আঘাত লেগে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
লিটন বলেন, মানিক ও সোহেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রতিবেশী হওয়ায় বিভিন্ন সময় মানুষজন আমাকে কথা শোনাতো। এতে তাদেরকে মাদক ব্যবসা থেকে সরে আসার জন্য বললে আমাকে পিটিয়ে আহত করে।
বক্তব্য জানতে মানিক ও সোহেলের মোবাইলফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসান মাহমুদ শাকিল/এমএএস