মেহেরপুরে সাবেক ছাত্রলীগ নেতাসহ ছয়জন পুলিশ হেফাজতে 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

মেহেরপুর

১৪ ডিসেম্বর ২০২২, ০১:৩১ এএম


মেহেরপুরে সাবেক ছাত্রলীগ নেতাসহ ছয়জন পুলিশ হেফাজতে 

অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপুসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা থেকে দীর্ঘ সময় সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান শেষে রাত ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এরা হচ্ছেন- সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। 

ডিবি সুত্রে জানা গেছে, গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়ে থাকে। সিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়া খেলার সাথে সম্পৃক্ত। যার মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দু’টি দল রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এসময় সিপুসহ কয়েকজন সেখানে প্রতিদিনের ন্যায় বসে ছিল। তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করে। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ছয়জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। 

অভিযানে ছিলেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম। 

অভিযানের বিষয়ে (ডিবি) ওসি সাংবাদিকদের জানান, তাদের ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলোর প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার অজমল হোসেন জানান, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন কিছু বলা যাচ্ছেনা। আমরা এর তদন্ত করে পরে বিস্তারিত তথ্য নিশ্চিত করবো।

আকতারুজ্জামান/এফকে

Link copied