নোয়াখালীতে সংবর্ধনা পেলেন ৩০ পুলিশ মুক্তিযোদ্ধা

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত ৩০ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত মুক্তিযোদ্ধাগণ যুদ্ধকালীন তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, পুলিশ পরিবারের শহীদ মুক্তিযোদ্ধারা শুধু পুলিশের দায়িত্বই পালন করেননি, যুদ্ধ করে উপহার দিয়েছেন স্বাধীন বাংলাদেশ। যাদের অবদান যুগের পর যুগ এদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সর্বোচ্চ সেবা প্রদানে প্রস্তুত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার (সিআইডি) বশির আহমেদ, পুলিশ সুপার (পিবিআই) মিজানুর রহমান মুন্সী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সনদসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি) এসএম রোকন উদ্দিন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের স্বজনরাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরকে