সিরাজগঞ্জে বাসচাপায় চিকিৎসকের মৃত্যু

সিরাজগঞ্জে বাসের চাপায় শরিফুল ইসলাম (৪০) নামের এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শহরের কাঠের পুল এলাকায় উর্মি ডেন্টালের দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে শরিফুলসহ দুজন মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দন্ত চিকিৎকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি পালিয়ে যাওয়ায় বাস চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
শুভ কুমার ঘোষ/আরকে