ঘুমন্ত দুলাভাইকে মেরে ফেললেন শ্যালক

কুষ্টিয়ায় টাকা ধার নেওয়া নিয়ে সিরাজ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো শ্যালকের বিরুদ্ধ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজ মোল্লা কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার আব্দুল জলিল সড়কের মৃত কাশেম মোল্লার ছেলে। অভিযুক্ত আলমগীর কুষ্টিয়া পৌরসভার চর মিলপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চাচাতো শ্যালক আলমগীর পাথর দিয়ে ঘুমন্ত সিরাজের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী পারভীন বেগম ঢাকা পোস্টকে বলেন, কয়েক মাস আগে আমার স্বামী আলমগীরের স্ত্রীর কাছে থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে কলহের জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
রাজু আহমেদ/আরএআর