৪০ দিন পর তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকল বগুড়া জেলা ছাত্রলীগ

বগুড়ায় ৪০ দিন পর তালা ভেঙে দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের কর্মসূচি শেষে সকাল সাড়ে ৯টার দিকে তারা শহরের টেম্পল রোডে আওয়ামী লীগ কার্যলয়ে থাকা ছাত্রলীগের কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছেন।
এর আগে গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। এরপর থেকেই জেলা ছাত্রলীগের কার্যালয় তালাবদ্ধ অবস্থায় ছিল।
বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সজীব সাহা বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের রাজনীতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তাদের নির্দেশে দুর্বৃত্তরা ছাত্রলীগ অফিস তালাবদ্ধ রেখেছিল। ছাত্রলীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্যই আমি ও সাধারণ সম্পাদক তালা খুলে প্রবেশ করেছি।
বগুড়া জেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পাওয়া ও নতুন কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ বলেন, সজীব সাহার অযোগ্য কমিটি ঘোষণার পর থেকে আমরা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছি। এ আন্দোলন আগামীতেও চলমান থাকবে।
আলমগীর হোসেন/আরএআর