ট্রাকের ধাক্কায় ছিটকে বেঁচে গেল শিশু, মায়ের মৃত্যু

রাজশাহীতে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পারুল বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম নগরীর শাহমখদুম থানার বড়বাড়িয়া এলাকার সেলিম রেজার স্ত্রী। তবে দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মায়ের সঙ্গে থাকা সাত বছরের শিশু লাবিবা খাতুন। ট্রাকের ধাক্কায় দূরে ছিটকে পড়ে সামান্য আঘাত পেয়েছে সে।
এ ঘটনায় ট্রাকচালক আনারুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। আনারুল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মাদ্রাসাপাড়া এলাকার মৃত মোফাজ্জল হকের ছেলে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন হেলপার। চালবোঝাই ট্রাক নিয়ে রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পরে চালসহ ট্রাকটি জব্দ করে পুলিশ।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, রাজশাহী নগরী সংলগ্ন পদ্মার ওপারের চর মাজারদিয়াড়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পারুল বেগম। ছোট মেয়েকে সঙ্গে নিয়ে সকালে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন তিনি। বেলা ১১টার দিকে হেঁটে পারুল বেগম কাশিয়াডাঙ্গা মোড় পার হচ্ছিলেন। ওই সময় বেপরোয়া ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে তিনি আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পুলিশভ্যানেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়া ট্রাকটি পারুল বেগমের সঙ্গে থাকা সাত বছরের মেয়ে লাবিবাকেও ধাক্কা দেয়। দূরে ছিটকে পড়ে সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে যায় সে। তাকেও হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালককে আটক করা হয়েছে। তবে হেলপার পালিয়েছেন। এ ঘটনায় বিকেলে নিহতের স্বামী সেলিম রেজা ট্রাকচালককে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। রামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর