‘খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন ২০ মার্চ

আগামী ২০ মার্চ ‘খুলনায় বঙ্গবন্ধু’ নামক বইয়ের মোড়ক উন্মোচন হবে। এদিন সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আয়োজন। খুলনায় বঙ্গবন্ধুর সফরের ওপর ভিত্তি করে এ বইটি রচিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বইটি রচনা করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী কাজী মোতাহার রহমান।
বইটি প্রকাশনা করেছেন গণমাধ্যমকর্মী কাজী তারিক আহমদ। এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর লেখকের প্রথম প্রকাশনা ‘খুলনার গণমাধ্যম ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ নামক বইয়ের মোড়ক উন্মোচন হয়।
বইয়ের লেখক খুলনার সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান ঢাকা পোস্টকে বলেন, ১৯৪২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু ৬৬ বার খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট মহাকুমা সফরে এসেছেন। এসব সফরের ওপর ভিত্তি করে বইটি রচনা করা হয়েছে। বইয়ে দুর্লভ কিছু ছবি স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর অঞ্চলভিত্তিক সফরের ওপর ভিত্তি করে এটিই প্রথম বই বলে দাবি করেন লেখক।
এএম