ওষুধের কার্টনে মিলল নবজাতকের নিথর দেহ

নীলফামারীর কিশোরগঞ্জে ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ডিসেম্বর) সকালে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে উপজলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন রংপুর-ডালিয়া সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, রংপুর-ডালিয়া সড়ক সংলগ্ন শিরিন বেগমের বাড়ি। ময়লা ফেরার জন্য তিনি সন্ধ্যার পর রাস্তার পাশে যান। এ সময় একজন লোককে রাস্তার পাশে ওষুধের কার্টন রেখে যেতে দেখেন। পরে কার্টনে শিশুর মরদেহ দেখতে পেয়ে বাড়িতে এসে বিষয়টি জানালে তার স্বামী গ্রাম পুলিশকে খবর দেন।
পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। একমি ওষুধের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ব্যান্ডেজ করার গজ কাপড় দিয়ে নবজাতকের মরদেহটি মোড়ানো ছিল।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শরিফুল ইসলাম /আরকে