রাজশাহীর বাঘা পৌরসভা ও পুঠিয়ার দুই ইউপিতে নির্বাচন আজ

রাজশাহীতে নগরের ৩টি ওয়ার্ড, ১টি পৌরসভা ও ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাঘা পৌরসভা, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৯ নম্বর সংরক্ষিত নারী আসনে পুঠিয়ার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী অঞ্চলিক নির্বাচন অফিস।
জানা গেছে, রাসিকের সাধারণ ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকার ১৩টি ভোটকেন্দ্রের ১১১টি বুথে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩টি ওয়ার্ড মিলে ভোটার প্রায় ৪০ হাজার। এ নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে রয়েছেন- আয়শা খাতুন আনারস প্রতীকে, তন্ময় আক্তার মোবাইল ফোন প্রতীকে, নুরুন নাহার বেগম বেহালা প্রতীকে, ফাতেমা খাতুন চশমা প্রতীকে, ফেরদৌসী ডলফিন প্রতীকে, রোকেয়া বেগম খুশি বই প্রতীকে, সখিনা খাতুন গ্লাস প্রতীকে, সাইমা হেলিকপ্টার প্রতীকে, শোভা বেগম জিপ গাড়ি প্রতীকে।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন ঢাকা পোস্টকে জানান, নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে একযোগে ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে।
এদিকে, রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীককে ভোট করছেন। অন্য ৪ জন স্বতন্ত্র হিসেবে ভোট করছেন। ভোট গ্রহণের জন্য স্ব-স্ব কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ভোটগ্রহণের ইভিএম মেশিন সংশ্লিষ্ট কর্মকর্তা স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ১১ জন প্রিজাইডিং অফিসার, ৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৮০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন এসআই-এর নেতৃত্বে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ থাকবেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি।
মেয়র পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু (নৌকা), জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী (জগ), পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম (নারিকেল গাছ), পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন (কম্পিউটার) এবং ইসরাফিল বিশ্বাস (মোবাইল ফোন)। পৌরসভার ৯টি ওয়ার্ডকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন।
বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারিং অফিসার মুজিবুল আলম ঢাকা পোস্টকে জানান, নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করে স্ব-স্ব কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৩১ হাজার ৬৬৯। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ এবং নারী ১৫ হাজার ৮৫৭ জন। অপরদিকে, পুঠিয়ার ভালুকগাছি ও শীলমারিয়া ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ভালুকগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮৬ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৪০৫ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন। সংরক্ষিত আসনে ৩টি পদে ১১ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৯৪ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৯১৩ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা সদস্য ৩টি পদে ১২ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুই ইউনিয়নের মোট কেন্দ্র সংখ্যা ২৬ টি । তার মধ্যে ১২ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কর্মকর্তা। সে সাথে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। নির্বাচনকে ঘিরে কোনো প্রকার সহিংসতা যেন না হয় সে জন্য আমাদের একটি বিশেষ টিমের অভিযান চলমান থাকবে।
/এফকে/