থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে দুর্বৃত্তদের হাতে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। রোববার (১ জানুয়ারি) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ।
হৃদয় একই এলাকার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। তিনি থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন >>> ফানুস ওড়ানো : উৎসবের আগুনে ঝরছে কান্না
নিহত হৃদয়ের মামা জয়নাল আবেদীন জনি ঢাকা পোস্টকে বলেন, ইংরেজি নতুন বছরের আগের রাত থার্টি ফার্স্ট নাইটে এলাকার কয়েকজন যুবক পিকনিকের আয়োজন করে। রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হৃদয়কে নির্জনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে নিউ ভিশন হসপিটালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা এখনও ঘটনাস্থলে আছি। ধারণা করছি পূর্ব শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তদন্ত শেষে পরে বিস্তারিত জানানো হবে।
আরিফ আজগর/আরকে