বছরজুড়ে আলোচনায় রংপুরের যত ঘটনা

নানা কারণে ২০২২ সালে রংপুর ছিল আলোচনায়। দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও ঘটে গেছে নানা আলোচিত-সমালোচিত ঘটনা। কয়েকটি ঘটনা রংপুরের মতো দেশবাসীকেও নাড়া দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো রংপুর সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভরাডুবি।
বছরজুড়ে সড়ক দুর্ঘটনার কারণে তারাগঞ্জ উপজেলার নামটিও ছিল আলোচনায়। ১১ সেপ্টেম্বর তারাগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ ৩ জনের মৃত্যু হয়। এর আগে ৫ সেপ্টেম্বর দুই বাসের সংঘর্ষে একই উপজেলাতে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। তারাগঞ্জের কাছে পাগলাপীর এলাকায় ২০ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান আরও দুইজন। ৪ মে একই এলাকায় মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়।
ওই বছরের ৫ জুলাই নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হয় আরও ৫ জনের। সবশেষ ১৯ ডিসেম্বর তারাগঞ্জের নেংটিছেঁড়া সেতুর কাছে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঝরে যায় ৫ প্রাণ। এমন ছোট-বড় অনেক দুর্ঘটনাই ঘটেছে রংপুর জেলায়। এতে পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মৃত্যু হয়েছে।
একই বছরের ২২ অক্টোবর বদরগঞ্জে কূপ খনন করতে গিয়ে বালু ধসে আটকে পড়া এক নির্মাণ শ্রমিককে উদ্ধারে ১০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আলোচনায় ওঠে আসে ফায়ার সার্ভিস। সম্পূর্ণ সনাতন পদ্ধতি অবলম্বন করে নির্মাণ শ্রমিককে ২০ ফুট গভীর থেকে উপরে তুলে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই মাসের ১১ অক্টোবর পীরগঞ্জে একটি ইটভাটায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।
এছাড়াও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ‘বকশিশ’ সিন্ডিকেটের হয়রানির শিকার হওয়া সেখানকার চিকিৎসকের অভিযোগটিও ছিল আলোচনায়। চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর গঠন করা হয় তদন্ত কমিটি, দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, মিডিয়াতে চিকিৎসকের অভিযোগের ঘটনাটি ফলাও করে প্রচার হওয়ায় টনক নড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। একে একে রমেকের উপপরিচালক, সহকারী পরিচালক, ওয়ার্ড মাস্টারসহ ১৯ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়।
গেল বছরে রংপুরে পরিবর্তন হয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে। নতুন বিভাগীয় কমিশনার হিসেবে সাবিরুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরেআলম মিনা ও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান ড. চিত্রলেখা নাজনীন। তবে সবকিছু ছাপিয়ে নতুন জেলা প্রশাসক ছিলেন বেশ আলোচনায়। কারণ রংপুরের ২৫০ বছরের ইতিহাসে নারী জেলা প্রশাসক হিসেবে চিত্রলেখা নাজনীনই প্রথম।
রাজনৈতিক অঙ্গনেও ছিল নানান ঘটনা। পাঁচ বছর পর পুরাতন কমিটি বিলুপ্ত করে ঘোষণা করা হয় রংপুর মহানগর ও জেলা বিএনপির নতুন কমিটি। আর ২৬ বছর পর রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হলেও শেষ পর্যন্ত নতুন নেতৃত্বের নাম ঘোষণা না করেই ঢাকায় ফিরে যান কেন্দ্রীয় নেতারা। বিভাগীয় গণসমাবেশ ছাড়াও পুলিশ-বিএনপির সংঘর্ষ ও কয়েকটি মামলার ঘটনাও ছিল বেশ আলোচনায়। বছরের শেষ বেলায় রংপুর জেলা পরিষদ নির্বাচন ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর শোচনীয় পরাজয়ে আলোচনায় স্থান করে নেয় ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল ও ঐক্যের অভাব।
সমালোচনার ঘোলা জলে বাদ পড়েনি ভয়াবহ লোডশেডিং। দেশের অন্যান্য জেলার তুলনায় রংপুরে ১৪-১৮ ঘণ্টা লোডশেডিং হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেছিল মানুষ। ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা, একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের নিখোঁজ হওয়া, তীব্র গরমে বৃষ্টির জন্য নামাজ আদায় এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে রংপুরের দুই চিকিৎসক প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নেওয়ার ঘটনাও ছিল বেশ আলোচনায়।
এছাড়াও বছরের শুরুতেই দেশের প্রথম অত্যাধুনিক বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স, শিল্পকলা একাডেমির উদ্বোধন, ১৫০ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্কের কাজ শুরুসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিয়ে সরব ছিল সরকার ও প্রশাসন। গেল বছর আলোচনায় ছিল রংপুর চিড়িয়াখানাও। কারণ চিড়িয়াখানা থেকে তিন হরিণ বিক্রি, উটপাখির ডিম দেওয়া, জলহস্তীর বাচ্চা প্রসব ও সবশেষ বাঘিনীর মৃত্যুতে গণমাধ্যমে স্থান পায় রংপুর চিড়িয়াখানার নামটিও। বছরের শুরুটা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের ইমেজ বাড়লেও শেষ বেলায় দলীয় প্রার্থীদের পরাজয়ে উন্নয়নের আলোচনায় ভাটা পড়ে।
এমন অবস্থায় বলা যায় ২০২২ অন্যান্য বছরের চেয়ে অন্যরকম। আলোচিত-সমালোচিত অনেক ঘটনার কয়েকটি নিয়ে সাজানো হয়েছে রংপুরের এবারের সালতামামি।
মুখে কালি মেখে ভিন্নরকম প্রতিবাদ
৫০টি চাকরির পরীক্ষায় অংশ নিয়েও চাকরি না হওয়ায় মুখে কালি মেখে ভিন্নরকম প্রতিবাদে নামেন রেদওয়ান কবির রনি নামের এক যুবক। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ-বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে একাই করছেন প্রতিবাদী পদযাত্রা।

বছর শুরুর চতুর্থ দিনে (৪ জানুয়ারি) রংপুর প্রেস ক্লাবের সামনে মুখে কালি আর বুকে-পিটে সাঁটানো পোস্টার নিয়ে অবস্থান করেন রেদওয়ান কবির রনি। ২০১৮ সালে কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এই যুবক। ভিন্নধর্মী এই প্রতিবাদ নেট দুনিয়াসহ মিডিয়াতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।
দেশের প্রথম অত্যাধুনিক বিভাগীয় সদর দপ্তরের উদ্বোধন

বিভাগীয় শহরগুলোর মধ্যে প্রথমবারের মতো রংপুরে নির্মিত ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন হয় গত বছরের ১৬ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই উন্নয়নের মাইলফলকে যুক্ত হওয়া রংপুরবাসীর জন্য নতুন বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও এক জায়গা থেকে সকল সেবা প্রদানে এটি বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার একটি সফল বাস্তবায়ন। সমন্বিত সরকারি ভবন নির্মাণে দেশের সব বিভাগের মধ্যে এটিই প্রথম।
ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা
চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের ফেসবুক লাইভে এসে আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই রংপুরেও ঘটে এমন ঘটনা। ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা যুবক ইমরোজ হোসেন রনি (৩০) চিকিৎসাধীন অবস্থায় ১৩ ফেব্রুয়ারি মারা যান। চাচা শ্বশুরের বাড়ি থেকে স্ত্রীকে আনতে ব্যর্থ হয়ে লাইভে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। যা নিয়ে ঘরে-বাইরে ছিল আলোচনা-সমালোচনার ঝড়।
শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

রংপুরের নবনির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন হয় ১৩ এপ্রিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে রংপুরসহ দেশের ৮টি শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন। সাংস্কৃতিক আন্দোলন ও চর্চার উর্বর ভূমি হিসেবে পরিচিত রংপুরে ২৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এই শিল্পকলা একাডেমির নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। পাঁচতলাবিশিষ্ট অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত জেলা শিল্পকলা একাডেমি ভবনটি রংপুর মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রায় ৪৫ শতাংশ জমির ওপর ২০১৭ সালের শেষ দিকে এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
পাঁচ বছর পর বিএনপির কমিটি
দীর্ঘ পাঁচ বছর পর গেল বছরের ১৫ এপ্রিল রংপুর মহানগর ও জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সামসুজ্জামান সামুকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনকে সদস্য সচিব করে রংপুর মহানগর এবং সাইফুল ইসলামকে আহ্বায়ক ও আনিছুর রহমান লাকুকে সদস্য সচিব করে বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
৩ দিনে না ফেরার দেশে ৪ কবি
রংপুরের সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে গেল বছরের জুন মাসের শেষ সপ্তাহে তিন দিনে ৪ কবি ও সাহিত্যিক চির বিদায় নিয়েছেন। ২৭ জুন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রংপুর নগরীর সেনপাড়ার বাসিন্দা কবি তাসমিন আফরোজ। ওইদিন সন্ধ্যায় নগরীর রাধাবল্লভের নিজ বাসায় মারা যান রংপুরের আরেক সর্বজন শ্রদ্ধেয় বায়ান্নর ভাষাসংগ্রামী, সাহিত্যিক, গবেষক, ইতিহাসবিদ ও আঞ্চলিক ভাষাবিদ ডা. মতিউর রহমান বসনীয়া কাব্যনিধি।
এর আগে, ২৫ জুন শনিবার রাতে মারা যান কবি নাহিদ রিভা। পরদিন ২৬ জুন মারা যান সাবেক সংসদ সদস্য, শিক্ষাবিদ, রাজনীতিক ও সাহিত্যিক শাহানারা বেগম।
নতুন বিভাগীয় ও আরপিএমপি কমিশনারের যোগদান
রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মো. সাবিরুল ইসলাম ১৩ জুলাই নিয়োগ পান। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। এছাড়া গেল বছরের ৩০ জুন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক নুরে আলম মিনা। এর আগে তিনি ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন।
জাপার সাবেক এমপি করিম উদ্দিন ভরসার মৃত্যু
গেল বছরের ২৩ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা (৮৭) ইন্তেকাল করেন। তিনি জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য ছিলেন। মৃত্যুর আগে সন্তানদের সঙ্গে পারিবারিক বিরোধসহ বিভিন্ন জটিলতার কারণে করিম উদ্দিন ভরসাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ হয়নি।
৩২ বছর পর রংপুর চিড়িয়াখানার জলঘরে নতুন অতিথি
রংপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার দীর্ঘ ৩২ বছর পর প্রথমবারের মতো জলহস্তীর বাচ্চা প্রসবের ঘটনা ঘটে। মা জল নূপুর ৮ মাস গর্ভধারণের পর গত ৪ আগস্ট বাচ্চা প্রসব করে। এর ফলে রংপুরবাসীও প্রথমবারের মতো জলহস্তীর শাবক দেখতে পান। জলহস্তী শাবকটি বর্তমানে সুস্থ আছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর থেকে একটি পুরুষ জলহস্তী ছিল। যার নাম ছিল লিয়ন। ২১ বছরের বেশি সময় পর লিয়নের সঙ্গী হিসেবে ঢাকা চিড়িয়াখানা থেকে জলহস্তী জলনূপুর (স্ত্রী) আর কালাপাহাড়কে (পুরুষ) এখানে আনা হয়। বয়স্ক লিয়ন গত বছরের ফেব্রুয়ারিতে মারা যায়। এরপর থেকে জলবন্দি খাঁচায় কালাপাহাড় আর জলনূপুরের সুবন্ধন গড়ে ওঠে। দীর্ঘ ৩২ বছর পর রংপুর চিড়িয়াখায় বাচ্চা জন্মের সুখবর দেয় জলনূপুর।
সড়ক দুর্ঘটনার জন্য আলোচনায় তারাগঞ্জ
গেল বছরে রংপুর জেলায় ছোট-বড় অন্তত ২০টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সরকারি-বেসরকারি হিসাব মিলিয়ে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। যার বেশিরভাগেরই ঘটনাস্থল জেলার তারাগঞ্জ উপজেলা। গত ৫ সেপ্টেম্বর তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়।
একই উপজেলার খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় ১১ সেপ্টেম্বর বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়। সবশেষ ১৯ ডিসেম্বর তারাগঞ্জের নেংটিছেঁড়া সেতুর কাছে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারায় ৫ জন।
পুলিশ-বিএনপি সংঘর্ষ ও মামলা
২০২২ সালে রংপুরের রাজনৈতিক অঙ্গনে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনাটিও ছিল আলোচনায়। রংপুর মহানগরে গত ২১ নভেম্বর এবং গঙ্গাচড়া উপজেলায় গত ৮ সেপ্টেম্বর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুটি ঘটনার মধ্যে গঙ্গাচড়ায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় হাজার জনকে আসামি দেখিয়ে মামলা করে পুলিশ।
এছাড়া রংপুর মহানগরের ঘটনাতে অন্তত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামকে আসামি করাতে সমালোচনার ঝড় ওঠে। কারণ ঘটনার দিন সাইফুল ইসলাম তার অসুস্থ এক নিকট আত্মীয়কে অপারেশন করাতে ঢাকায় অবস্থান করছিলেন।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রংপুরের আফ্রিদা
রংপুরে ২০২২ সালের আলোচিত ঘটনাগুলোর একটি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত শিশুসংগঠক ও স্বেচ্ছাসেবী আফ্রিদা জাহিন। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কার দেওয়া হবে।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত আফ্রিদা জাহিন রংপুরের শিশুসংগঠক ও স্বেচ্ছাসেবী হওয়ায় তাকে নিয়ে মিডিয়াপাড়া সরব ছিল। রংপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে খুদে স্বেচ্ছাসেবী আফ্রিদা জাহিনকে অভিনন্দন জানিয়ে অনুপ্রাণিত করা হয়।
বিএনপির বিভাগীয় গণসমাবেশ ও একজনের মৃত্যু
সারাদেশের বিভাগীয় শহরগুলোর মতো বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে গণমাধ্যমসহ সাধারণ মানুষের চোখ ছিল রংপুরে। আলোচনা-সমালোচনায় স্থান পেয়েছিল পরিবহন ধর্মঘট ও পথে পথে পুলিশি হয়রানি। হামলা-মামলার ভয়ভীতি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন রংপুরমুখী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে ২৯ অক্টোবর এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক লোকের সমাগম ঘটে বিভাগীয় ওই গণসমাবেশে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশস্থলে যুবদলের এক নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এই সমাবেশকে ঘিরে তিন-চার দিন আগ থেকেই রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীরা কালেক্টরেট ঈদগাহ মাঠে এসে অবস্থান নিতে শুরু করেছিলেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়।
২৬ বছর পর যুবলীগের সম্মেলন, তবুও হয়নি কমিটি
দীর্ঘ ২৬ বছর পর গত ৫ নভেম্বর রংপুর জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার আটটি উপজেলার বহু ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা ছিল সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটির সঙ্গে নতুন নেতৃত্ব আসবে। কিন্তু ঘটা করে সম্মেলন এবং পরবর্তীতে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হলেও নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা না করেই ঢাকায় ফিরে যান যুবলীগের কেন্দ্রীয় নেতারা।
এ নিয়ে দলের ভিতরে ও বাহিরে আলোচনা-সমালোচনার যেমন জন্ম হয়, তেমনি ক্ষোভ বাড়তে থাকে যুবলীগের তৃণমূল পর্যায়েও। তবে কবে নাগাদ নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে তা নিয়ে এখনো ধোয়াশার মধ্যে আছেন রংপুর জেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
২৫০ বছরের ইতিহাসে রংপুরে প্রথম নারী ডিসি
রংপুর জেলার সবশেষ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. চিত্রলেখা নাজনীন। এই জেলার ২৫০ বছরের ইতিহাসে তিনি প্রথম নারী জেলা প্রশাসক। গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ড. চিত্রলেখা নাজনীনকে নতুন জেলা প্রশাসক হিসেবে রংপুরে নিয়োগ দেওয়া হয়।

মহীয়সী রোকেয়া সাখাওয়াতের জন্মধন্য রংপুর জেলায় প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় বিষয়টিও ছিল আলোচনায়। নারী সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন মহল থেকে ড. চিত্রলেখা নাজনীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ড. চিত্রলেখা নাজনীন।
রসিক নির্বাচনে লাঙ্গলের জয়ে নৌকাডুবি
রংপুর সিটি করপোরেশনে (রসিক) দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পান ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পান ২২ হাজার ৩০৬ ভোট।
অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নৌকার চেয়ে মোস্তফাজিার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার শোচনীয় পরাজয়ের সঙ্গে আলোচনা-সমালোচনায় ছিল ভোটগ্রহণে ইভিএম বিলম্ব ও বিড়ম্বনা।

শুধু তাই নয় রংপুর সিটির এই নির্বাচনে প্রচারণায় না থেকেও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সবাইকে তাক লাগিয়ে দিয়ে শুরুতে চমক দেখিয়েছিলেন হোসনে আরা লুৎফা ডালিয়া। কিন্তু ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তার শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে চমক রূপ নেয় সমালোচনায়। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের দাবি, ডালিয়াকে মনোনয়ন দেওয়াটা ছিল আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত। যার কারণে নির্বাচনে নিটকতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি নৌকার প্রার্থী। উল্টো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলনের হাতির চাপে নৌকার ভরাডুবি ঘটে। সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর উত্থানের বিষয়টিও ছিল আলোচনায়।
এমজেইউ