জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে বিআইডব্লিউটিসির ফেরি চলাচল শুরু

উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের সহজ মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসির) ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি কদমের মাধ্যমে এই নৌপথে বিআইডব্লিউটিসির প্রথম ফেরি চলাচল শুরু হয়।
দিনে ও রাতে এই রুটে তিনটি ফেরি চলাচল করবে। পর্যায়ক্রমে এই রুটে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হবে। এর আগে এই ঘাটে সড়ক ও জনপথ বিভাগের অধীনে একটি ফেরি চলাচল করতো।
জানা গেছে, উত্তরাঞ্চলের জেলা রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া ও দক্ষিণের জেলা রাজবাড়ী, ফরিদপুর, ঝিনাইদহ, শরীয়তপুরসহ অন্তত ১০ জেলার মানুষের যোগাযোগের সহজ মাধ্যম জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথ। সড়ক ও জনপথ বিভাগের অধীনে তিনটি ফেরি থাকলেও দুটি থাকে সারাবছর বন্ধ। একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হতো।
শুকনো মৌসুমে নাব্যতা সংকট আর বর্ষায় স্রোতের কারণে বছরের আট মাসই বন্ধ থাকে এ নৌপথে ফেরি চলাচল। তখন পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় অনুমোদনহীন ইঞ্জিনচালিত নৌকা। নৌরুটের গুরুত্ব অনুধাবন করে সারাবছর ফেরি সার্ভিস চালু রাখার উদ্যোগ গ্রহণ করে বিআইডব্লিউটিসি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নৌপথে নাব্যতা সংকট দূর করতে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা নাব্যতা সংকট দূর করতে খনন কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ৩টার দিকে প্রথম ট্রিপে তিনটি ছোট যানবাহন ও কয়েক শত যাত্রী নিয়ে রাজবাড়ীর জৌকুড়া ছেড়ে যায় ইউটিলিটি কদম নামে ফেরিটি। এ সময় সাধারণ যাত্রী ও দর্শকরা হাত তালি দিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, আজ থেকে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে বিআইডব্লিউটিসির ফেরি সার্ভিস চালু হয়েছে। এই নৌপথ আগে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ছিল। আজ বিকেল সাড়ে ৩টার দিকে জৌকুড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশ্য ফেরি কদমের মাধ্যমে বিআইডব্লিউটিসির ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু হলো।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দীন বলেন, আমরা ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীটি ড্রেজিং করে জৌকুড়া-নাজিরগঞ্জ সচল করেছি। এই নৌপথে সারাবছর ফেরি চলাচল করাতে আমরা কাজ করে যাব। নৌপথটি সচল রাখতে পারলে সারাবছর ফেরি চলাচল করবে। এই নৌপথ থেকে সরকারের বড় অংকের রাজস্ব আদায় হবে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, আজ থেকে পরীক্ষামূলকভাবে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে বিআইডব্লিউটিসির অধীনে ফেরি চলাচল শুরু হয়েছে। এই রুটে কদম, ক্যামেলিয়া ও কুঞ্জলতাসহ মোট তিনটি ফেরি চলাচল করবে। এরপর যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে নতুন এই নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হবে।
এ বিষয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী বলেন, দীর্ঘদিন ধরে এই নৌপথে সড়ক ও জনপথ বিভাগ একটি ফেরি দিয়ে ঘাটটি পরিচালনা করতো। কিন্ত নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে বছরের ৮ মাসই ঘাটটি বন্ধ থাকতো। পরে নৌ পরিবহন মন্ত্রণালয় ঘাটটি আধুনিকায়নের জন্য উদ্যোগ গ্রহণ করে। সে লক্ষ্যে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে ড্রেজিং করে নদীর দুই পাড়ে ঘাট স্থাপন করা হয়েছে। আজ থেকে পরীক্ষামূলকভাবে এই নৌপথে বিআইডব্লিউটিসির ফেরি সার্ভিস চালু হয়েছে।
মীর সামসুজ্জামান/আরএআর