আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৩ ফেরি

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌপথে ফেরির মাকিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাত পৌনে ৩টার দিকে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) খালেদ নেওয়াজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীতে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এতে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে শাহ আলী, এনায়েতপুর, ফেরি কুঞ্জ লতা নামের তিনটি ফেরি আটকা পড়ে। পরে যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মধ্যরাত থেকে ফেরি বন্ধ থাকায় আরিটা ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, গতকাল সোমবার রাত ১১টার পর থেকে নদীসহ আশেপাশের এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে ঘুন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় মাঝ যমুনায় তিনটি ফেরি আটকা পরে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার মধ্যরাত ২টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার পরিমাণ কমে গেলে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে। তখন ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হবে।
সোহেল হোসেন/আরকে