সীমান্তে উদ্ধার হওয়া নীলগাই বঙ্গবন্ধু সাফারি পার্কে

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

০৬ জানুয়ারি ২০২৩, ১০:৩১ এএম


সীমান্তে উদ্ধার হওয়া নীলগাই বঙ্গবন্ধু সাফারি পার্কে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে উদ্ধার হওয়া বিরল প্রজাতির নীলগাইটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) সকালে সাফারি পার্কের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারির কাছে নীলগাইটি হস্তান্তর করেন বিজিবির ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

৫৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজিবি জানায়, গত ২৬ অক্টোবর শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউজনগর এলাকা থেকে একটি বিরল প্রজাতির নীলগাই আটক করে এলাকাবাসী। এসময় নীলগাইটির শরীরে মারাত্মক জখম হয়। পরে খবর পেয়ে নীলগাইটি উদ্ধার করে বিজিবি। দীর্ঘ ২ মাস ০৮ দিন নীলগাইটির চিকিৎসার পর আজ বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সবসময়ই প্রাণীকল্যাণ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রাণী সংরক্ষণে অত্যন্ত যত্নবান। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সীমান্ত দিয়ে পাচারকালে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে বিজিবি নিয়মিতভাবে বন বিভাগে হস্তান্তর এবং অবমুক্ত করে থাকে।

এমজে

Link copied