কাশিমপুর কারাগারে বন্দী হুজি সদস্যের মৃত্যু

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, গাজীপুর 

০৬ জানুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম


কাশিমপুর কারাগারে বন্দী হুজি সদস্যের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ বন্দি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য আবুল হোসেন খোকনের (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আবুল হোসেন খোকন বরিশাল কোতোয়ালি থানার রাজধর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বন্দী ছিলেন। 

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

জেল সুপার জানান, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য আবুল হোসেন খোকন কারাগারে বন্দী ছিলেন। তার হাজতি নম্বর ২১৮৩/১৬। আজ সকাল ৭টা ৩৫ মিনিটে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিহাব খান/আরএআর

Link copied