টুঙ্গিপাড়া থেকে খুলনার পথে প্রধানমন্ত্রী 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ 

০৬ জানুয়ারি ২০২৩, ০৩:২৪ পিএম


টুঙ্গিপাড়া থেকে খুলনার পথে প্রধানমন্ত্রী 

দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা ৪ বিঘা জমির ওপর পাটগুদাম দেখতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি)বিকেল ৩টার দিকে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে খুলনার উদ্দেশ্যে রওনা হন তিনি। 

জানা গেছে, সড়ক পথে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে প্রধানমন্ত্রী দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন। সেখানে নিজ মায়ের নামে করা পাটগুদাম পরিদর্শন করবেন। পরে খুলনায় ব্যক্তিগত সকল কর্মসূচি শেষে সড়ক পথে টুঙ্গিপাড়ায় ফিরবেন। সেখানে প্রধানমন্ত্রী ও তার ছোটবোন শেখ রেহানা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন। 

এর আগে সকাল সোয়া ৮টার দিকে সড়ক পথে গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। বেলা ১১ টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিতে যান প্রধানমন্ত্রী। এরপর খুলনার উদ্দেশ্যে রওনা হন। 

আশিক জামান/আরএআর

Link copied