আইনজীবীরা সবার আগে আইন মেনে চলেন : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারককে আইনজীবীদের গালিগালাজের ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা হাইকোর্ট তার এখতিয়ারে নিয়েছে। আমি এই বিষয়ে মন্তব্য করব না। তবে ঘটনা এমন হয়ে থাকলে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি ঘটনার ভিডিও চিত্র দেখেছি। সেটি যদি সত্য হয় তাহলে আমি মর্মাহত। আমি আইনজীবী পরিবারের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী পরিবারেরর সকল আইনজীবী এমন ঘটনা ঘটাতে পারে, আমি বিশ্বাস করি না। করে থাকলে ২/৩ জন আইনজীবী করতে পারে। আইনজীবীরা সবার আগে আইন মেনে চলেন।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
আনিসুল হক বলেন, সংবিধান এবং সংবিধানে যে সময় লেখা আছে সেই সময় অনুসারে জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধানে যেটা লেখা নেই তা হবে না। এর কোনো ব্যত্যয় হবে না। সংবিধানে কেয়ারটেকার সরকারেরর কোনো প্রবিশন নেই। কেয়ারটেকার অবৈধ। তাই এর কোনো প্রশ্নই উঠে না।
বিএনপির দুই নেতার জামিনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপির দুই নেতার নিম্ন আদালতে জামিন হয়নি। সেখান থেকে তারা মহানগর দায়রা জজ আদালতে গিয়েছেন। সেখানে একটি জামিন আবেদন করেছেন। সেটি নিষ্পত্তি হওয়ার আগেই তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এ নিয়ে আইনের ব্যত্যয় হয়েছে। যা নজির সৃষ্টি করেছে। যার কারণে অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে গিয়েছেন। এ ব্যাপারে রোববার আদেশ আসতে পারে। এটা আদালতের ব্যাপার, আদালত দেখবে।
কসবা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র এমজে হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু প্রমুখ।
বাহাদুর আলম/আরএআর