রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার : মোজাম্মেল হক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

ফেনী

০৬ জানুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম


রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার : মোজাম্মেল হক

আইনি বৈধতা না থাকায় রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। ইতোমধ্যে তালিকা প্রণয়নের কমিটি করা হয়েছে। সংসদে নীতিমালা পাশ হলেই তালিকাটি প্রকাশ করা হবে।

শুক্রবার (৬ জানুয়ারি) ফেনীর দাগনভূঞায় রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার ৯ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এসময় তিনি আরও বলেন মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই শেষ। এখন আপিলের শুনানি চলছে। তালিকা নামভুক্ত করতে অনৈতিক সুবিধা গ্রহণের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ভাতা গ্রহণকারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির ব্যবস্থা না হলেও ভাতা ফেরত নেওয়া হবে। 

শুক্রবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন মাঠে জুমার নামাজ পড়ান মক্কা শরিফের রেফায়ী মসজিদের খতিব মতাসিম বিল্লাহ রাফাত। এতে অংশগ্রহণ করেন অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি। 

রঘুনাথপপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও লন্ডন এনটিভির ইসলামিক উপস্থাপক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহবুব হোসেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার দ্বিন মোহাম্মদ, আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব সাইফুল্লাহ মাদানী ও  দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার নাহিদা আক্তার তালিয়া।

জুমার নামাজের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ব বিখ্যাত ইরানের ক্বারী সাঈদ তুসী। যার মনোমুগ্ধকর কোরআনের ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা। 

সম্মেলনে দেশ-বিদেশের বিখ্যাত আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া সম্মেলন শেষে ইসলামিক সংগীত পরিবেশন করেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কলরব।

এফকে

Link copied