শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ভাই ইয়াবাসহ আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

০৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম


শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ভাই ইয়াবাসহ আটক

ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়ের ছোট ভাই চিনু লাল রায়কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় ৩৪ পিছ ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই চিনু লাল রায় (৪৩) ও মো. শাফাল মিয়াকে (৩৮) আটক করেছে ডিবি। 

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম শ্রীমঙ্গল শহরের স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে। আসামি চিনু লাল রায়ের দেহ তল্লাশি করে তার পরনের নীল রঙের জিন্সের প্যান্টের পকেট থেকে ১৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। অপর আসামি শাফাল মিয়ার দেহ তল্লাশি করে তার জ্যাকেটের পকেট থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, দুজনের হেফাজত থেকে মোট ৩৪ পিছ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা।আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

ওমর ফারুক নাঈম/এমএএস

Link copied