খুলনায় ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণে, চলছে নির্বাপনের কাজ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

০৭ জানুয়ারি ২০২৩, ০২:০১ পিএম


খুলনায় ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণে, চলছে নির্বাপনের কাজ

খুলনার আড়ংঘাটা পাটের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে আড়ংঘাটা সড়কের বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে থেমে থেমে গোডাউনের ঝুট থেকে আগুন জ্বলতে দেখা গেছে। বর্তমানে আগুন নির্বাপনের কাজ চলছে। 

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন নির্বাপনের কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে। এখানে এসে গোডাউনের কাউকে পাওয়া যায়নি। আমরা নিজেরাই টিন সরিয়ে কাজ করছি।

আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. আল আমিন শেখ বলেন, দুপুর ১২টার পর সেলিম শেখের ঝুট গোডাউন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। বসতি এলাকায় গোডাউন করা হয়েছে। এখানে এর আগেও কয়েকবার আগুন লেগেছিল। আগুনে গোডাউনের আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মোহাম্মদ মিলন/আরকে 

Link copied