ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, গাজীপুর

০৯ জানুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম


ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

আব্দুল্লাহ আল জাবের হিমেল

গাজীপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মো. সাব্বির (২০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল জাবের হিমেল পূবাইল মাজুখান এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং উত্তরার মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মো. সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, রোববার রাত ৯টার দিকে পূবাইলের মাজুখান সড়ক এলাকার ময়লা পট্টির সামনে হিমেল ও সাব্বির মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে হিমেল ও সাব্বির গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠান। পরে ঢাকা নেওয়ার পথে হিমেল মারা যান। আহত সাব্বিরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিহাব খান/এমজেইউ

Link copied