ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩ কর্মদিবস আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নিযার্তন দমন ট্রাব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণের দাবিতে আইনজীবীদের চলমান আদালত বর্জন কর্মসূচি আরও তিন কর্মদিবস বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পর্যন্ত চলবে এই আন্দোলন।
সোমবার (৯ জানুয়ারি) পূর্বঘোষিত তিন দিনের আদালত বর্জন কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও এদিন বিকেলে জেলা আইনজীবী সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে আইনজীবীদের আন্দোলনের কারণে গত ১ জানুয়ারি থেকে আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিচারকরা আদালতে এলেও আইনজীবীরা এজলাসে না যাওয়ায় মামলার বিচারকাজ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূইয়া বলেন, পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি আজ শেষ হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় বিকেলে সমিতির সভায় নতুন করে আরও তিন দিন আদালত বর্জন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারক মোহাম্মদ ফারুকের বাগবিতণ্ডা হয়। সময় পার হয়ে যাওয়ায় নিয়ম অনুসারে বিচারক মামলাটি নিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। এছাড়াও তারা জাল স্ট্যাম্প ও বিভিন্ন দুর্নীতির সঙ্গে জাড়িত আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণে জেলা জজের কাছে দাবি জানান।
আইনজীবীদের অভিযোগ, জেলা জজ ওই নাজিরকে রক্ষায় ভূমিকা রাখছেন এবং জেলা জজের ইন্ধনেই বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আইনজীবীদের বিরুদ্ধে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেজন্য তারা জেলা জজ শারমিন নিগার, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুক ও আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ দাবি করেন।
বাহাদুর আলম/এমজেইউ