সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল সহকারী অধ্যাপকের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফকির আহম্মেদ শাহ (৪৫) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফকির আহম্মেদ শাহ পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সাতক্ষীরা শহরের আমতলা এলাকার বাসিন্দা।
পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার জানান, সকালে একটি মাহিন্দ্রাযোগে সাতক্ষীরা থেকে কলেজে আসছিলেন সহকারী অধ্যাপক ফকির আহম্মেদ শাহ। পথিমধ্যে ভৈরবনগর এলাকায় পৌঁছালে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মাহিন্দ্রাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ফকির আহম্মেদ শাহ মাথা ও বুকে গুরুতর আঘাত পান। এসময় তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে পাঠানো হয়। এরপর সেখান থেকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
পাটকেলঘাটা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত ও মাহিন্দ্রাচালক সালাম আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহাগ হোসেন/এমজেইউ