বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না দুই বোনের

পিরোজপুরে বাসচাপায় আপন দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া এলাকার আধাঝুড়ি-মাঝিবাড়িপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-সদর উপজেলার ভৈরমপুর এলাকার নজরুল ইসলাম শেখের মেয়ে মুক্তা আক্তার (২৪) ও মারিয়া আক্তার (১০)। আহতরা হলেন- ভ্যানচালক মনির শেখ (৫০) ও ভ্যান আরোহী আজিজুল গাজী (৩৫)।
আহত আজিজুল গাজীর ছোট ভাই মো. রিয়াজুল গাজী বলেন, একটি ভ্যানে শ্রীরামকাঠী থেকে বাজার শেষ করে নিহত ও আহতরা বাড়িতে ফিরছিলেন। হঠাৎ পেছন থেকে ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তা মারা যান এবং মারিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ইমাদ পরিবহনের বাসটিকে আটক করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করতে পারবো।
মো. আবীর হাসান/এমজেইউ