ময়মনসিংহে ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে আইন অমান্য করে ইটভাটা পরিচালনার দায়ে পাঁচটি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া তিনটি ইটভাটাকে বন্ধের নির্দেশ ও দুইটি ইটভাটাকে এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদারের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রিশাল উপজেলার নওপাড়া ও আখরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক মিহির লাল সরদার জানান, অভিযানে উপজেলার সাখুয়া নওপাড়া এলাকার মেসার্স হামিদ ব্রিকস, মেসার্স আলম ব্রিকস ও আখরাইল এলাকার মেসার্স দোয়েল ব্রিকসকে ছয় লাখ করে এবং একই এলাকার এমজেএ ব্রিকস ও নওপাড়ার মেসার্স জাহিদ ব্রিকসকে চার লাখ টাকা করে জরিমানা করা হয়। এ পাঁচটি ইটভাটার মধ্যে মেসার্স হামিদ ও মেসার্স আলম ব্রিকসকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং বাকিগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
উবায়দুল হক/এমজেইউ