অভয়নগরে মৎস্য ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে সুব্রত মণ্ডল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত মণ্ডল একই উপজেলার দামুখালি এলাকার অনাদি মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।
এ ব্যাপারে অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ তদন্ত করছে।
এ্যান্টনি দাস অপু/এমএএস