খুনের পর মিটিং, ১১ আসামি গ্রেপ্তার

প্রবাসফেরত যুবককে হত্যার পর নির্দিষ্ট তারিখে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিটিং করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করার পরিকল্পনা ছিল খুনিদের। সে অনুযায়ী সবাই নির্ধারিত স্থানে জড়ো হচ্ছিলেন। তবে তার আগেই র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় শরীয়তপুরের নড়িয়া থানার ঠাকুরকান্দী গ্রামের মালয়েশিয়া প্রবাসী দানেশ সরদার (৩৫) হত্যার আলোচিত মামলার ১১ আসামি।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর র্যাব-৮ সদর দপ্তরে এসব তথ্য জানিয়েছেন কমান্ডিং অফিসার ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, খুনিদের মিটিং করার তারিখটি র্যাব আগেই জেনে গিয়েছিল। এরপর নজরদারি করে সকলকে গ্রেপ্তার করা হয়। মামলায় মোট ৫৭ জন আসামি রয়েছে। আজ পর্যন্ত আমরা ১১ জনকে গ্রেপ্তার করেছি। অন্য কোনো সংস্থা কাউকে গ্রেপ্তার করেছে বলে তথ্য নেই।
লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান আরও বলেন, হত্যাকাণ্ডটি দুটি পরিবারের আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত হয়েছে বলে আমাদের ছায়াতদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে এখনো আমরা গ্রেপ্তার করতে পারিনি। অভিযান চলছে। আশা করছি খুবই অল্প সময়ের মধ্যে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারব।
র্যাব জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর ঠাকুরকান্দী গ্রামের দানেশ সরদারকে আধিপত্য নিয়ে লোকমান আকনের বাড়ির সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা সোনা মিয়া নড়িয়া থানায় ৫৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ