আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল পুরোহিতের

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালিবাড়ির পুরোহিত অনিল চন্দ্র মজুমদার ওরফে অনিল সাধু (৮৫) আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে মন্দির সংলগ্ন রান্না ঘরের উনুনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। পরে দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত অনিল চন্দ্র মজুমদার ফরিদপুর শহরের নীলটুলী মহল্লার মৃত মনোহর চন্দ্র মজুমদারের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে কয়ড়া কালিবাড়ির পুরোহিত অনিল সাধু মন্দির চত্বরে আগুন পোহানোর সময় গায়ের পাতলা কম্বলে আগুন ধরে যায়। এ সময় তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ফরিদপুর থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থনান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়ড়া কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা বলেন, গত ৩৫ বছর ধরে অনিল সাধু কয়ড়া কালিবাড়ি মন্দিরে পুরোহিত হিসেবে ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ ঢাকার শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে মন্দিরে এনে তাকে সমাধিস্থ করা হবে।
বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, এ ব্যাপারে শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ শুক্রবার সকালে তাদের হাতে তুলে দিয়েছে শাহবাগ থানা।
জহির হোসেন/আরকে