স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

Dhaka Post Desk

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)

১৩ জানুয়ারি ২০২৩, ০২:৫৬ পিএম


স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

আশুলিয়ায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী সুর্বনা আক্তারের (২২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মো. জনিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে আশুলিয়ার বাইপাইলের বুড়িরবাজার এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুবর্না আক্তার ও তার স্বামী জনি জামালপুর জেলার বাসিন্দা। ওই এলাকার চাঁন মিয়ার বাড়িতে ভাড়া থেকে জনি পোশাক কারখানায় কাজ করতেন ও স্ত্রী সুবর্না বাসাতেই থাকতেন।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর মধ্যে গত রাতে তাদের মধ্যে কলহ বেড়ে যায়। পরে স্বামী জনি চড়াও হয়ে স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুবর্নার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক জনিকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাহিদুল মাহিদ/এমজেইউ 

Link copied