ইজতেমায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

গাজীপুর

১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ এএম


ইজতেমায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিশ্ব ইজতেমায় অতিরিক্ত দামে কম্বল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১৪ ব্যবসায়ী বিভিন্ন অংকের টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযানের নেতৃত্ব দেন।

গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম জানান, বাসি খিচুড়ি বিক্রির অপরাধে মুন্নু সিরামিকস গেইট সংলগ্ন আল্লাহর দান হোটেলকে পাঁচ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর বিক্রির অপরাধে এক বিক্রেতাকে এক হাজার টাকা ও অতিরিক্ত দামের কম্বল বিক্রির অপরাধে কামারপাড়া এলাকায় এক বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, অস্বাস্থ্যকর পরিবেশে যেন খাবার বিক্রি না করা হয় সেজন্যে ইজতেমা এলাকার অন্যান্য হোটেল মালিকসহ ফল ও খাবার বিক্রেতাদেরকে সচেতন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মুসল্লিদের নিরাপদ অবস্থান ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণের লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক এ অভিযান চলবে। দণ্ড পাওয়া বাকিদের তথ্য দিতে সময় চেয়েছেন তিনি।

শিহাব খান/ওএফ

টাইমলাইন

Link copied