জয়পুরহাটে বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

১৬ জানুয়ারি ২০২৩, ০২:২৭ এএম


জয়পুরহাটে বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

জয়পুরহাটের সদর উপজেলায় এক মণ ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেপ্তাররা হলেন- কালাই উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল আলীম (৩২), কালাই পূর্বপাড়ার জহুরুল ইসলাম (৪৪) ও ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের মেহেদী হাসান (৩২)।

র‌্যাব জানায়, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের নিকট হতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, আসামিদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

চম্পক কুমার/এফকে

Link copied