টাঙ্গাইলে হাসপাতালের নারী দালালসহ ৬ জনের কারাদণ্ড

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

১৬ জানুয়ারি ২০২৩, ০৮:১৩ এএম


টাঙ্গাইলে হাসপাতালের নারী দালালসহ ৬ জনের কারাদণ্ড

টাঙ্গাইলে হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ছয় দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এতে ছয় দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান (৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া (৩৪), চরপাতুলী গ্রামের আ. হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া, সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ (৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ছেলে মো. ইয়ামিন মিয়া (৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫ দিন, মিজানুর রহমানকে তিন মাসসহ বাকি চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে। 
 
অভিজিৎ ঘোষ/এনএফ

Link copied