মারাই গেলেন সেই বৃদ্ধ

টাঙ্গাইলের গোপালপুরের অজ্ঞাত সেই বৃদ্ধ (৭০) অবশেষে মারা গেছেন। শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের কোনোভাবেই প্রেসার কমছিল না। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে গোপালপুর থানা পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে তার পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছিল। তারপরও তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে ওই বৃদ্ধের মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমে ‘৭ দিন ধরে হাসপাতালের সামনে শুয়ে কাতরাচ্ছেন বৃদ্ধ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে বিকেলে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়।
অভিজিৎ ঘোষ/আরএআর